জনপ্রিয় পোস্টসমূহ
-
Earn Money for Reading Emails : They pay you for reading emails. Get registered with them for absolutely free. It takes few sec...
-
ইয়াহু নি:সন্দেহে একটি ভাল ইমেইল সেবা দাতা প্রতিষ্ঠান। যদিও আমি পার্সনালি ইয়াহুর বিরুদ্ধে। কিন্তু অনেকের মতে বিশেষ করে যারা ইয়াহু মেসেঞ্জা...
-
affiliate marketing LinkedIn is one of the most popular social media 'professional' networking site. The si...
-
Today I am going to share you another idea on how to earn from online. The website I am talking about is one the most tru...
-
Join Sitetalk :- Sing Up Now Join Clixsense :- 100 % Guarantee its paid :) Its Free Sign Up Now ...
-
Top 3 most Profitable Online Businesses in 2011 Are you looking for ideas to start an online business to operate by sitting ...
-
Bangladesh Premier League (BPL) T20 2012 Schedule & Fixtures Date and Time Match Fri Feb 10 08:00 GMT | 14:00 local 13:30 IST 1st ...
-
Jani na ki j holo .. ki mana i.. mon haralo Jani na ki j holo .. ki mana i.. mon haralo mon mane na mane na j kichu te tumai pele ho...
Chitika
Wednesday, May 30, 2012
এবার ইয়াহুকে হ্যাক করে ইচ্ছামত আইডি তৈরি করুন সহজেই
ইয়াহু নি:সন্দেহে একটি ভাল ইমেইল সেবা দাতা প্রতিষ্ঠান। যদিও আমি পার্সনালি ইয়াহুর বিরুদ্ধে। কিন্তু অনেকের মতে বিশেষ করে যারা ইয়াহু মেসেঞ্জার ব্যবহার করে তাদের কাছে ইয়াহুর গুনগান অনেক শুনতে পাওয়া যায়। অনেকেই অনেক কাজে বিভিন্ন ইয়াহু আইডি ব্যবহার করে থাকে। কেনইবা নয়, এ সেবাটি যে ফ্রিতে। তবে আইডি তৈরি করা একটা খুবই বোরিং কাজ। তাই আপনাদের জন্য আজ এমন একটি হ্যাকিং সফটওয়্যার দিচ্ছি যেটির মাধ্যমে আপনি খুব সহজেই (সাধারণত প্রতিটি আইডি তৈরি হতে সময় নেয় ৫ সেকেন্ড!!!) ইয়াহু আইডি তৈরি করতে পারবেন, তাও আবার যত খুশি তত। এজন্য নিচের লিঙ্ক হতে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
তারপর ফাইলটি আনজিপ করে Register.bat ফাইলটিতে ডাবল ক্লিক করে রেজিষ্টার করে নিন। IR ID maker.exe নামক সফটওয়্যারটি রান করে প্রয়োজনীয় তথ্য লিখে দিন। এবার কোনায় থাকা Start বাটনে ক্লিক করে ক্যাপচা এন্ট্রি করে Create বাটনে ক্লিক করলেই আপনার ইয়াহু আইডি তৈরি হয়ে যাবে এবং Created Bots নামক বক্সে দেখা যাবে। চাইলে আপনি Random Bot ও Random Information এ টিক চিহ্ন দিয়ে এলোমেলো তথ্য ব্যবহার করে ইয়াহু আইডি তৈরি করতে পারবেন। যতবার ক্যাপচা এন্ট্রি করে Create বাটনে ক্লিক করবেন ততগুলো ইয়াহু আইডি তৈরি হবে। ভয় নেই আপনার তৈরিকৃত ইয়াহু আইডিগুলো পাসওয়ার্ড সহকারে মূল ফোল্ডারের Created Bots নামক ফাইলের মধ্যে পাবেন।
ব্যবহার করে দেখুন কি মজার ও কাজের সফটওয়্যার এটি।
For download click hear >
Sunday, May 6, 2012
Just Been Paid এ রেজিষ্ট্রেশন করার নিয়ম ( সাথে ফ্রী ১০ ডলার ) ১ম পর্ব।
For join jss tripler click hear . its free for u
মুখবন্ধ,
যারা সাইটটি সম্পর্কে জানেন শুধুমাত্র তাদের জন্য এই পোষ্ট।
যারা জানেন না তারা দয়া করে গুগলের সহয়াতা নিন, আলেক্সা র্যাংকিং, পেজ র্যাংক দেখতে পারেন। এছাড়াও justbeen paid লিখে ইউটিউবে খুঁজলে প্রচুর ভিডিও পাওয়া যাবে, তাতে কিভাবে এই সাইট থেকে বেশি বেশি আর্ন করা যায় তার বিভিন্ন টিপস পাবেন। এছাড়াও বিভিন্ন রিভিউ ফোরাম ব্লগ সাইট তো থাকছেই।
চলুন কাজ শুরু করা যাক।
সাইটটিতে রেজিষ্ট্রেশনের জন্য প্রথমে Click hear করে সাইটে প্রবেশ করুন। স্ক্রল করে নিচের দিকে আসুন এবং Click Here And Join Free Now তে ক্লিক করুন।
এখন যে নতুন পেজ খুলবে সেখানে আপনার নাম এবং ইমেইল লিখে Sign UP Me Now তে ক্লিক করুন।
এবার আপনার ইমেইল এ ভেরিফিকেশন লিংক যাবে
উক্ত লিংকে ক্লিক করলে নিচের চিত্রটির মত আসবে, সেখানে Proceed With my Registration এ ক্লিক করুন।
এবার নিচের একটি পেজ আসবে, সেখানে পাসওয়ার্ড দিন এবং Membership agreement এ টিক চিহ্ন দিয়ে Submit your contact information to proceed এ ক্লিক করুন।
এবার নিচের একটি পেজ আসবে, সেখানে MEMBER AREA তে ক্লিক করুন
এবার আপনার Member ID, Password এবং Image code দিয়ে Log In এ ক্লিক করে লগইন করুন। ( Member ID, Password আপনার ইমেইল এ পাঠানো হবে। ভুলে গেলে ইমেইল চেক করুন। )
ব্যস রেজিষ্ট্রেশন হয়ে গেল।
সরাসরি হোম পেজ থেকে লগইন করার জন্য হোম পেজের সবার নিচে দেখুন Existing members log in here এ ক্লিক করে লগইন করুন।
এবার আমরা দেখব কিভাবে ফ্রী ১০ ডলার নিতে হয়।
উল্লেখ্য এখানে যে ফ্রী ১০ ডলার পাওয়া যাবে তা অন্যন্য কম্পানির মতই উত্তলোন করা যাবে না। শুধু মাত্র উক্ত ১০ ডলার দিয়ে পজিশন বা শেয়ার ক্রয় করে যে প্রফিট হবে তা উত্তলোন করা যাবে।
যা হোক ফ্রী ১০ ডলার নেওয়ার জন্য লগইন করে প্রথম পাতার বাম দিকে Jss Tripler এ ক্লিক করুন।
Jss Tripler এ ক্লিক করার পর যে পেজটি আসবে তার ডান পাশে Membership Agreement এ টিক চিহ্ন দিয়ে নিচে Submit your contact information to proceed এ ক্লিক করুন।
তাহলে এই লেখা দেখতে পাবেন Congratulations ! You have just received your first $10 to spend in jss-Tripler * আপনি ১০ ডলার বোনাস পেয়ে গেলেন
এবার Enter the jss -Tripler Member Area তে ক্লিক করুন।
Enter the jss -Tripler Member Area তে ক্লিক করার পর আমরা ৪ টি অপশন দেখতে পাবো ৪ নং অপশনে ১০ ডলার Available দেখতে পাবো।
এবার ১ নং অপশন Access JSS Account এ ক্লিক করুন।
আরও একবার Membership Agreement এ টিক চিহ্ন দিয়ে Submit your Contact Information to proceed এ ক্লিক করুন।
Return to the Jss-Tripler Member Area তে ক্লিক করুন।
এবার আমরা যে ১০ ডলার বোনাস পেলাম তা দিয়ে একটা পজিশন বা শেয়ার ক্রয় করব।
উল্লেখ্য এক একটি পজিশনের দাম ১০ ডলার। সাইটটি একটু ঘাঁটাঘাটি করলেই বিস্তারিত বুঝতে পারবেন।
Return to the Jss-Tripler Member Area তে ক্লিক করেছেন? তাহলে নিচের মত পেজ আসবে । সেখান থেকে ৪ নং অপশন Buy Jss- Tripler Positions এ ক্লিক করুন।
এবার যে পেজটি আসবে সেখানে আমরা কয়টি শেয়ার ক্রয় করব তা লিখব। যেহেতু এক একটি শেয়ারের দাম ১০ ডলার আর আমাদের একাউন্টে আছেই কেবল ১০ ডলার সুতরাং খালি বক্সে ১ লিখে Proceed with my order এ ক্লিক করতে হবে।
Yes,Confirm MY purchase এ ক্লিক করুন।
শেয়ার ক্রয় করা হয়ে গেল
এখন থেকে প্রতিদিন ২০ সেন্ট করে একাউন্টে জমা হতে থাকবে
আরও যা থাকছে , তা পরবর্তী পর্বে দেখতে পাবেন।
ধন্যবাদ।
Subscribe to:
Posts (Atom)