জনপ্রিয় পোস্টসমূহ

Chitika

Friday, November 11, 2011

Sunday, November 6, 2011

Free File Hosting



Ziddu is a free file hosting services.You can upload unlimited files and get money for per download.
Ziddu gives user unlimited space for upload our files and share with our friends and a chance to earn some money

Ziddu 
          1.Unlimited upload files.
          2.Free account for all members.
          3.No countdown time and multiple downloads.
          4.Minimum Pauout is $10.
          5.Payout via paypal.
                              



** Wanna Know About Forex ? Click Hear 
***** Every day we update our blog with more information. Just keep in Touch and visit our blog frequently . Thank you  
HotForex Awards
                                                                                                                                                                                               Go H0me 

Wednesday, November 2, 2011

Live Forex Trading

                                                           
Wanna Open Forex trading account  Click Hear You Will get 10000 $ virtual for Practise account and 5 $ Real for live trade . So Take Your chance
Need Coupon For registration ? email us virtuallifesolution@yahoo.com
** We Will give You a coupon with in short time.
Click Hear
Click Hear For More Details
Download Streamster  Software For Marketiva Click Hear




Fro Join Insta Forex Click Hear
HotForex Awards

***** Every day we update our blog with more information. Just keep in Touch and visit our blog frequently . Thank you  
                                                                                                                                  Go Home

Sunday, October 30, 2011

Earn Money From LinkedIn


LinkedIn is one of the most popular social media 'professional' networking site. The site has a tremendous database of around 80 million members in more than 200 countries. Lot of professionals are willing to connect through this than any other networking sites like Facebook or Orkut for professional purposes as this fastly growing website provides greater security and almost no spamming. 
                                                 

Advantages of Using LinkedIn : This website is recommended for business or professional purposes as it provides authenticity and security when compared with lot of other websites. While other normal social networking sites allow each and everyone to join, this site is exclusively for business and working professionals. You can also find contacts and groups that are better organized.

Signup/Login to LinkedIn here


Making Money from LinkedIn : Making money from LinkedIn is mostly like doing with any other websites but the advantage here is you can directly reach the target customers. You can also avail different memberships (paid or free) for your business communication purposes.


Download meta trader Software Click Hear
Download Streamster  Software For Marketiva Click Hear
1. Create your own network of professionals and groups who are interested in your products and services. Write some small articles about the uses and advantages of it. Even if you have only 400 members and the turnout ratio is just 1%, its a profitable choice for you.

Remember, if they are satisfied with your products or services they would recommend you to other friends in their list (2+ network) and it grows on.

2. If you don't have your own products or services you can write an e-book and sell it to your networking group members. If you could write it in a better way, you could get repeated and recommended business too.

3. The third option is to sell your stuff. You can 'recommend' some used books or watches or bikes/cars to your networking group.


** Wanna Know About Forex ? CLICK HEAR
***** Every day we update our blog with more information. Just keep in Touch and visit our blog frequently . Thank you
                                                                                                                                                 Go Home

Bangali Internet Earning Tips



কিশোর-কিশোরীদের অনলাইনে আয়-রোজগার করবার ১০টি উপায়

আয়-রোজগার সবার জন্যেই একটি প্রিয় বিষয়, বিশেষ করে টিনেজারদের জন্যে। তারা সবসময় চায় তাদের যা পছন্দ তা করতে এবং কিছু অর্থ উপার্জন করতে। কিশোর-কিশোরীরা প্রধানত সেসব কাজ বেছে নিতে চায় যেখানেঃ-
v
১।কাজটা সহজ হবে,
২।কাজটা এড্‌ভেঞ্চারমূলক হবে
৩।কাজটাতে নুন্যতম পুজিঁ লাগবে কিংবা লাগবেই না 


আমি ইন্টারনেট জগতকে ধন্যবাদ জানাচ্ছি কারণ, এটি এমন একটি মাধ্যম যেখানে প্রচুর অর্থ উপার্জনের রাস্তা রয়েছে আর তুমি ঘরে বসেই এসব করতে পারো।

এখন আমি কিশোর-কিশোরীদের অনলাইনে আয়-রোজগার করবার ১০টি উপায় উপস্থাপন করবো

একটি ব্লগ দ্বারা আয়

Download meta trader Software Click Hear


Download Streamster  Software For Marketiva Click Hear

১।পে-পার-ক্লিক(ক্লিক করলেই টাকা)

যদি তুমি নিছক আনন্দের জন্যে ব্লগ করে থাকো। সেটি হতে পারে তোমার প্রিয় বিষয়ের উপর। একসময় যখন তুমি তোমার ব্লগে যথেষ্ট লোকজনের আনাগোনা দেখতে পাবে তখন “পে-পার-ক্লিক” বিজ্ঞাপনের মাধ্যমে সেখান থেকে লাভ করতে পারো। তোমাকে শুধু সেখানে পাব্‌লিশার বা “বিজ্ঞাপন প্রকাশক” হিসেবে সাইন আপ করতে হবে এরপর তুমি তোমার ব্লগে বিজ্ঞাপন দিতে পারবে। যখন কোনো পাঠক সেই বিজ্ঞাপনে ক্লিক করবে, তখন তুমি একটি লভ্যাংশ পাবে, ব্যাস।
তুমি তোমার ব্লগে মনোযোগ দাও আর তোমার ইনকাম আস্তে আস্তে বাড়তে থাকবে। অনলাইনে আয় রোজগার করার এটিই সবচেয়ে সহজ ও সর্বোত্তম পন্থা তবে শুধু টিনেজারদের জন্যেই নয়, ওয়েবমাস্টারদের জন্যেও বটে।
একটি খুবই জনপ্রিয় পে-পার-ক্লিক সংস্থা হচ্ছে গুগল এড্‌সেন্স আর এছাড়াও এরকম আরো সংস্থা রয়েছে যেমনঃ বিড্‌ভের্‌টাইজার, ইয়াহু পাব্‌লিশার নেটওয়ার্ক, ক্রিস্প্‌ এডস্‌ ইত্যাদি। এগুলোতে ফ্রি-তে জয়েন করা যায় এবং আয় করা যায়।

২।পেড্‌ বা স্পনসর করা রিভিউ(টাকা নিয়ে রিভিউ লেখা)

তোমার যদি একটি ব্লগ থেকে থাকে তবে তুমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদের কথা লিখে অনেক মোটা অংকের আয় রোজগার করতে পারো। এসব স্পনসর করা রিভিউ-এ ১০০ থেকে ২০০ শব্দের লেখার জন্যে তুমি গড়ে ৫ থেকে ২০ মার্কিন ডলার(প্রায় ৩৫০ থেকে ১৪০০ টাকা) পাবে। যদি তোমার ব্লগে বেশি পাঠক আনাগোনা থাকে কিংবা সার্চ র‌্যাংক বেশি থাকে তবে তুমি আরো বেশি টাকা পেতে পারো। এটি অনলাইন উপার্জনের আরো আধুনিক একটি রাস্তা এবং পে-পার-ক্লিক এর চাইতে উত্তম। পেড্‌ রিভিউ পাওয়ার বিভিন্ন মাধ্যম রয়েছে। যেমনঃ পেপারপোস্ট, স্মর্টি, লাউড্‌লঞ্চ, স্পনসরড্‌ রিভিউস্‌ ইত্যাদি।
একটি ওয়েবসাইট দ্বারা আয়

৩।এফাইলিয়েট মার্কেটিং(সেবামূলক গোষ্ঠীর সাহায্য করা)

[উল্লেখ্য, আমি এখানে সবার বোঝার জন্যে লিখলাম যে এফাইলিইয়েট শব্দের অর্থ গ্রুপ বা কোম্পানী বা বন্ধুত্ব।]
তুমি একজন এফাইলিয়েট হিসেবে বিভিন্ন কোম্পানী বা সংস্থায় সাইন-আপ করতে পারো। তোমার ওয়েবসাইটে শুধু এফাইলিয়েটদের বিজ্ঞাপন দিবে আর দেখবে পাঠকেরা যেন তোমার লিংকের অধীনে সেখানে সাইন-আপ করে। প্রতিটি পন্য বিক্রয়ের জন্যে অথবা সাইন-আপের জন্যে তুমি কমিশন পাবে। এই কমিশন কোম্পানীভেদে ভিন্ন হতে পারে। একটি কমিশন গড়ে হতে পারে ৫ থেকে ২০ ডলার আর যদি পন্যাটি আরও এক্সক্লুসিভ বা আকর্ষনীয় হয় তবে প্রতিটি বিক্রয়ে তুমি ৫০ থেকে ১০০ ডলার পেতে পারো।
অন্য সকল রাস্তার চেয়ে এফাইলিয়েট মার্কেটিং অধিকতর কঠিন কারণ, তোমাকে একটি নির্দিষ্ট পরিমাণ লোকজনকে ওয়েবসাইটে আনতে থাকতেই হবে। গুগলে সার্চ করে তোমার ওয়েবসাইট-এর বিষয় “ফ্রী এফাইলিয়েট প্রোগ্রাম” সম্বন্ধে জানো আর সাইন-আপ করো।

৪।একটি সেবামূলক ব্যবসা করো

যদি তুমি অনলাইনের বাইরে অর্থাৎ আসল জীবনে চাকরী করে থাকো তবে তোমার সেবা অনলাইনে বিক্রি কর। যদি তুমি ফ্যাশন ডিজাইনার, অনুষ্ঠান আয়োজক, চিত্রগ্রাহক হয়ে থাক অথবা ব্যান্ড সংগীত করে থাকো তবে, তোমার মহল্লায় তোমার এই সেবাকে বাজারজাত করতে একটি ওয়েবসাইটওতৈরী কর। তুমি তোমার সেবার কাজ, যেমনঃ বৃদ্ধ বা প্রতিবন্ধীদের জন্যে কেনাকাটা করে দেওয়া, বাচ্চাদের দেখাশোনা করা ইত্যাদি অনলাইনে প্রচার করতে পারো।
টিনেজার্‌রা অনলাইনের বাইরে অনেক কাজ করে থাকে। তুমি তোমার সুবিধার্থে ইন্টারনেটকে ব্যবহার করতে পারো। তোমার নিজের পূর্ণ বিবরণ, ছবি, যে কাজটি তুমি পুর্বে করেছিলে আর তোমার পারিশ্রমিক হার ওয়েবসাইটে এটেঁ দাও আর দেখবে মানুষ তোমাকে তাদের কাজের জন্যে ডেকে নিচ্ছে।

৫।ওয়েব রিসেলার(ইন্টারনেটের খুচরা ব্যবসায়ী)

তুমি একজন ইন্টারনেটের খুচরা ব্যবসায়ী হয়ে অনলাইনে কিছু বাড়তি আয় করতে পারো। যেকোন ওয়েব কোম্পানীতে ওয়েব রিসেলার হিসেবে সাইন-আপ করে তোমার ডোমেইন তত্ত্বাবধান করো আর ডোমেইন বিক্রি ও হোস্টিং সুবিধা দিয়ে লাভবান হও। এজন্যে অবশ্যই মুলধন প্রয়োজন হবে, কিন্তু একবার তুমি ব্যপারটা বুঝে গেলে, তুমি অনেক মোটা অংকের লাভ করতে পারবে।
এই ব্যবসা শুরু করার পুর্বে তোমার জেনে নেওয়া প্রয়োজনঃ-
ক।ওয়েবসাইট সম্বন্ধে
খ।ওয়েবমাস্টার সম্বন্ধে
গ।ডোমেইন ও অন্যান্য বিষয় সম্বন্ধে
নতুবা, তুমি একটি ব্যর্থ কিশোরে পরিণত হবে।
কোন ওয়েবসাইট ছাড়া আয়

৬।ইবে (ebay) নিলাম

ইবে হচ্ছে অনলাইনের সবচেয়ে বড় হাট-বাজার। যেখানে প্রচুর ক্রেতা ও বিক্রেতার সমাগম হয়। তুমি ইবের এফাইলিয়েট হয়ে আয় করতে পারো। তুমি তোমার পন্য অনলাইনে বিক্রি করে আয় রোজগার করতে পারো। অনলাইনের অনেকেই “ইবে” নিলামের মাধ্যমে আয় রোজগার করে যাচ্ছে। ইবে-তে সাইনইন করা ফ্রী হলেও কিছু বিক্রির জন্যে রাখতে হলে টাকা লাগে।
ইবে ব্যবহারে যা যা লাগবেঃ-
ক।ভালো এবং অন্যরকম পন্য
খ।ক্রেডিট কার্ড
গ।পে-পেল একাউন্ট
ঘ।তোমার পন্যের পরিবহন ব্যবস্থা
ইবেতে নিলামের ব্যপারটা বোঝা কঠিন কিন্তু, এ থেকে মুনাফা বানানো যায় আর অনেক টিনেজার্‌রা তাদের পুরোনো দ্রব্যাদি বিক্রি করে অনেক পয়সা বানাচ্ছে।

৭।একটা স্ট্যাটাস বিক্রয় হবে

আজকাল অধিকাংশ টিনেজার্‌রাই সোস্যাল মিডিয়ায় চরমভাবে সম্পৃক্ত। যেমনঃ ফেসবুক, ডিগ্‌, স্টাম্বলআপন আর মাইস্পেস। যদি তুমি এরকম সোস্যাল জগতে পাওয়ার ইউসার বা “শক্তিশালী ব্যবহারকারী” হয়ে থাকো তাহলে এটি তোমার জন্যে একটা বড় সম্পদ হতে পারে। “শক্তিশালী ব্যবহারকারী”মানে কি, অর্থাৎ যার এতো বন্ধু, ভক্ত কিংবা রাঘব-বোয়াল রয়েছে যে, সে কিছু লিখলেই তা সরাসরি অনেক বড় খবর হয়ে যায়।
“সোস্যাল স্ট্যাটাস” ব্লগার ও ওয়েবমাস্টারদের জন্যে অনেক উপকারী। তুমি কারো জন্যে সোস্যাল সাইটে লিখার জন্যে টাকা নিতে পারো। “ডিগ্‌”এর অনেক শক্তিশালী ব্যবহারকারীগণ ৩০০ থেকে ৫০০ ডলারে একেকটি স্ট্যাটাস বিক্রি করে। এছাড়াও তুমি তোমার প্রোফাইল অন্য কাউকে বিক্রি করেও পয়সা বানাতে পারো। এ প্রসঙ্গে বলে রাখি, আমিও একজন পাওয়ার ইউসার বা শক্তিশালী ব্যবহারকারী যদি তোমার কোন প্রকার গেমিং ওয়েবসাইটে লোকজনের প্রয়োজন পড়ে তবে আমি সাহায্য করতে পারি।

৮।সার্ভে নাও(জরিপ করো)

ব্লগিং, পে-পার-ক্লিক, স্পনসরড্‌ রিভিউ আর এফাইলিয়েট মার্কেটিং-এর পুর্বে এসব সার্ভে বা জরিপ অনেক জনপ্রিয় ছিল। এর জন্যে কোন ওয়েবসাইটের প্রয়োজন হয় না। শুধু তুমি একেকটি সার্ভে বা জরিপ সম্পূর্ণ করবে এবং টাকা পেয়ে যাবে। এমন অনেক মাধ্যম রয়েছে যাতে, তুমি ইমেইল পড়বে ও ইমেইল প্রক্রিয়া সাধন করবে, অনলাইনে গেম খেলবে আর শপিং করবে। এমনই কিছু সার্ভে সাইট হচ্ছেঃ- সার্ভে সেভী আর ইনবক্স ডলারস্‌।

৯।ওয়েব ডিজাইনার(ওয়েবসাইট কারিগর)

আজকাল অনেক মানুষ ইন্টারনেট ব্যবসায়ে প্রবেশ করছে এবং তারা নিজের জন্যে ভালো ওয়েবসাইট চাচ্ছেন। যদি তোমার প্রচুর সৃজনশীলতা এবং ওয়েবসাইট তৈরী করার যোগ্যতা বা দক্ষতা থেকে থাকে তাহলে তাদের ওয়েবসাইট তৈরি করে তুমি তোমার নিজের ভাত জোগাড় করতে পারো।
মানুষ ওয়েবসাইট তৈরীর ক্ষেত্রে টিনেজারদের প্রতি বেশি আগ্রহী, কারণ দুটি। এক, তারা বেশি সৃজন কাজ করতে সক্ষম এবং দুই, তারা টিনদের চাহিদা অনুযায়ী ওয়েবসাইট তৈরী করতে পারবে। কখনো কখনো অনেকে ওয়েবসাইট তত্ত্বাবধানের স্থায়ী একটা চাকরী পেয়ে যায়। এটি কিশোর-কিশোরীদের আয় রোজগারের জন্যে সুন্দর একটি মাধ্যম।

১০।বিনোদন

তুমি তোমার নিজের তথ্য প্রযুক্তির পরামর্শগুলো একটি পড্‌কাস্টে রেকর্ড করে অনলাইনের মাধ্যমে ছড়িয়ে দিতে পারো। তুমি তোমার ব্যান্ডের গান অথবা তোমার আইফোন সম্পর্কীত পরামর্শের ভিডিও রেকর্ড করতেও পারো। এসব পড্‌কাস্ট/গান/ভিডিও ফ্রীতে সবাইকে দাও আর মানুষ তোমার কাছ থেকে আরো আশা করবে।
তুমি এগুলো বিক্রিও করতে পারো। ফরমায়েশ অনুসারে তুমি টাকা পাবে। অনলাইনে এমন অনেক অনলাইন ভিডিও বা অডিওমুলক ওয়েবসাইট রয়েছে যারা তোমার ভিডিওর জন্যে টাকা দিবে।

১১।টিন্‌ বা কিশোর-কিশোরীদের জন্যে আর কি কি আছে?

প্রকৃতপক্ষে, অনলাইনে টিন্‌দের আয় রোজগারের জন্যে রাস্তার কোন অভাব নেই। এখানে রয়েছে সরাসরি এড্‌ বিক্রি, এমন কিছু এমএলএম(মাল্টি লেভেল মার্কেটিং)ব্যবসা যেগুলো অনলাইনে চলে থাকে, এমন কিছু ফোরামও যেগুলো থেকে আয় করা যায় আর তুমি উপন্যাস লিখতে পারো, তুমি তোমার লেখার সমতূল্য ছবি, ভিডিও ও গানের বিনিময়েও টাকা পাবে, তুমি অনলাইনে অর্থ বিনিয়োগ করেও লাভবান হতে পারো আরও ইত্যাদি উপায় আছে।
*এ বিষয়ে কোন প্রশ্ন থাকলে করতে পারো
*দয়া করে একটি কমেন্ট করবে
*যদি অনুবাদে কোন অভাব থাকে বা কোন শব্দের আরো ভালো প্রতিশব্দ তোমার জানা আছে তাহলেও বলতে পারো




পিটিসি কি? কিভাবে আয় করবেন?

আমাকে যদি জিজ্ঞেস করেন, অনলাইনে আয় করার সবচেয়ে সহজ উপায় কোনটি? উত্তরঃ পিটিসি বা পেইড টু ক্লিক

পিটিসি বা পেইড টু ক্লিক সাইটগুলো তাদের সাইটে ২০ অথবা ৩০ সেকেন্ড ধরে কোনো বিজ্ঞাপন দেখার জন্য আপনাকে টাকা দিবে। এসব সাইট বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে এই মর্মে টাকা নেয় যে, তারা মেম্বারদের বিজ্ঞাপনদাতাদের কাছে পাঠাবে এবং মেম্বাররা সেই বিজ্ঞাপন কমপক্ষে ২০ বা ৩০ সেকেন্ড ধরে দেখবে।

বিজ্ঞাপনদাতাদের লাভ?

অনেক সস্তায় অসংখ্য মানুষের কাছে তাদের বিজ্ঞাপন পৌঁছে যাবে। অনেক বিজ্ঞাপনদাতা তাদের ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্যও পিটিসি সাইটে বিজ্ঞাপন দেয়।

পিটিসি সাইটের লাভ?

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে যে টাকা পিটিসি সাইটগুলো নেয়, তার একটি অংশ মেম্বারদের দেয়। বাকিটা তাদের লাভ। এছাড়াও, প্রিমিয়ার মেম্বারশীপ ও রেফারেল বিক্রয় থেকেও পিটিসি সাইটগুলো আয় করে।

আমার লাভ? আপনার লাভ?

বিজ্ঞাপন দেখা ও তা থেকে আয় করা। আপনার পরিচিতদের কোন পিটিসি সাইটে জয়েন করালে, তারা যা ইনকাম করবে, তার একটি অংশ আপনিও পাবেন।

সহজই তো মনে হচ্ছে ...

সহজই। বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করার মত সহজ কাজ দুনিয়ায় কমই আছে। প্রতিটি বিজ্ঞাপন ২০ বা ৩০ সেকেন্ড ধরে দেখার জন্য আপনি সাধারনত ১ সেন্ট পাবেন (বাংলাদেশি প্রায় সত্তর পয়সা)

দুঃখজনক হলেও সত্য যে বেশির ভাগ পিটিসি সাইট হচ্ছে স্ক্যাম, মানে টাকা পাবেন না। অধিকাংশ পিটিসি সাইট কিছুদিন পর স্ক্যাম করবে। আর তাই আপনাকে একসাথে অনেকগুলো পিটিসি সাইটে জয়েন করতে হবে ও সুনির্দিষ্ট প্লান করে এগোতে হবে।

সত্যিকার অর্থে পিটিসি থেকে মাসে খুব বড় কোন অ্যামাউন্ট আয় করা সম্ভব না। তাই অনলাইনে যারা নতুন এবং কোন সহজ কাজের মাধ্যমে কিছু ডলার আয় করতে চাচ্ছেন, তারা প্রতিদিন ১০-১২ টা পিটিসি সাইটে ৩০-৪০ মিনিট সময় ধরে বিজ্ঞাপন ক্লিক করে মাসে কিছু ডলার আয় করার কথা ভাবতে পারেন যেটা আপনি পরে ফরেক্সে ডিপোজিট এর জন্য ব্যাবহার করতে পারেন।

ফ্রিল্যান্সিং এ সহজতম একটি কাজ হচ্ছে ডিরেক্টরী সাবমিশন #1 ইউজার অফলাইনে আরমান

অনলাইনে ফ্রিল্যান্সিং এ যতগুলো কাজ পাওয়া যায়, তার মধ্যে সহজতম একটি কাজ হচ্ছে ডিরেক্টরী সাবমিশন। মূলতঃ বিভিন্ন ধরনের ডিরেক্টরীতে ওয়েব সাইটকে সাবমিশনের মাধ্যমে ভিজিটর পাওয়ার উদ্দেশ্যে এ কাজটি করা হয়ে থাকে। সার্চ ইঞ্জিন অপটাইমাইজেশনের জন্য ডিরেক্টরী সাবমিশন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। এ কারণে, ফ্রিল্যান্সিং সাইটসমূহে seo এবং ডাটা এন্ট্রি সেকশনে এ কাজটি প্রায়শঃই দেখা যায়। এর সবচেয়ে সহজ কাজ হওয়ার কারনে নুতন ফ্রিল্যান্সাররা এ কাজটি করে অনলাইনে আয় করতে পারেন। ফ্রিল্যান্সিং ছারাও যাদের ব্লগ বা ওয়েব সাইট রয়েছে তারা ডিরেক্টরী সাবমিশনের মাধ্যমে প্রচুর ভিজিটর তাদের সাইটে আনতে পারে।

নিচে ম্যানুয়ালী কিভাবে একটি সাইটকে ডিরেক্টরীতে সাবমিশন করতে হয়ঃ

http://www.addsitelink.com একটি ডিরেক্টরী সাইট, যার পেজ রেংক ৩ এবং এলেক্সাও ভাল।

Add URL বাটনে ক্লিক করুন।

Regular Link Free বাটনে ক্লিক করুন।

যে ফর্মটি আসল তা যথাযথভাবে পূরণ করুন।

** Wanna Know About Forex ? Click Hear  
***** Every day we update our blog with more information. Just keep in Touch and visit our blog frequently . Thank you

                                                                                            Go Home

Saturday, October 29, 2011

Online Part time Job

4 Tips for Effective Part Time Network Marketing

A vast majority of people across the globe are doing network marketing as part time option. While you have a hectic full time job, a part time income source it gives a sense of financial security. The beauty of network marketing businesses is they do not force any targets. Hence you can try it out in part time and if it clicks out you can do it full time too.


It requires discipline to effectively manage the limited time you have.


1. Plan the Week in Advance : Plan out your entire next week on every Sunday night. Maintain a journal and divide the entire week's time wisely as "work time", "recreation time", "family time" and "MLM time".  If someone asks you to spend time taking it from your MLM time, you must be able to honestly say 'Sorry, I already have something important planned'.


Your MLM time must be devoted for only 3 important things.
  • Prospecting
  • Business Presentation
  • Follow up
  •                                                                                                                                                                                                 
  •                               

Download meta trader Software Click Hear
Download Streamster  Software For Marketiva Click Hear


2. Use a Duplicatable System : It is very important to have a duplicatable system that uses tools like books, cds/tapes and functions. Use it to yourself and teach it to your team for effective results. Choose right tools for right people. Do not waste much of your time with non interested people. Use your time wisely with effective people.

Download meta trader Software:- Click Hear
Download Streamster Software For Marketiva :- Click Hear



3. Effective use of MLM time : Use your MLM time effectively and inform your family members how important it is. Though it is understandable that they feel for your extra hard work time, you should be able to explain them what would be the consequences of those little extra efforts. Make them understand about Financial Freedom.


4. Effective Business Presentation : As you have a limited time to do business presentations choose right people (people who wants to succeed and not time wasters) and do an 'effective presentation'. You must be able to do a presentation within either 10 mins or 20 mins or 30 mins itself. Do not give too much description and in detail presentation. Expect them to be smart enough to understand the details with a good overview of the idea.


** Wanna Know About Forex ? Click Hear

***** Every day we update our blog with more information. Just keep in Touch and visit our blog frequently . Thank you

Profitable Online Businesses

Top 3 most Profitable Online Businesses in 2011


Are you looking for ideas to start an online business to operate by sitting at home? After the wonders that Internet has created, many people are looking for opportunities to earn from home, free from boss and 9 to 5 boring jobs. Online businesses are becoming more and more popular daily as they do not incur much investment and are almost zero risky. 


Despite the fact that there are thousands of different online opportunities available on the Internet, we would like to mention 3 opportunities that generated lot of revenue for a lot in different parts of the world. 


1. Flipping a website : This is just like a real estate property. You can buy a website, build it with good content and can sell it off after a decent traffic. There are also some webmasters who purchase a website or blog though it has a huge volume or traffic. Then they add their own design, enhance its value and attract more traffic by building a subscriber base to enhance the value of the website. 


2. Web hosting and reselling : Every one who has a website or wants to earn online using a blog medium needs a web hosting account. You can create your own servers and rent the hosting space to the people who are interested in hosting their websites. You can also act as re-sellers and earn a percentage of sales. 


3. Review Sites : If you have knowledge of various topics and has the capability as well as interest of writting some good articles you can make some handsome money from this. You can write in any area like childcare, credit cards, business issues and even about choosing an apartment. If you can write some niche articles which can attract lots of readers you can earn some good commission money.



***** Every day we update our blog with more information. Just keep in Touch and visit our blog frequently . Thank you

Earn Extra Money From Online

Earn Money for Reading Emails : They pay you for reading emails. Get registered with them for absolutely free. It takes few seconds to read the emails. Though this is not a huge income, an extra money is always an extra money.

                                                                
 
Get Paid to Become a Beta User : You are provided with some website links or apps (that matches your profile) that are being developed and in Beta version. You are needed to test those and provide your feedback or suggestions. You will get $5 for each website and $10 for each app. The more bugs you found and the more number of valuable suggestions you give them, the more chance of earning extra money.
 
Typobounty :  A legitimate work from home website. This allows you to complete some simple tasks and pays you for that. It is absolutely free.


***** Every day we update our blog with more information. Just keep in Touch and visit our blog frequently . Thank you
                                                                                                                                       Go Home

Friday, October 28, 2011

Earn From YouTube


Today I am going to share you another idea on how to earn from online. The website I am talking about is one the most trustable site in the internet world. With the title name itself you must have understood what I am going to talk about. Yes, it is youtube - the world's 4th  most popular website.

Millions of people visit the youtube website daily and spend more amount of time that what they spend on google. Follow few simple steps to earn money from youtube.

Step # 1 : Take a handicam or camera or a mobile phone with a good quality movie function.

Step # 2 : Capture some interesting videos that most people would be interested in. Ofcourse, you should also be interested in the subject otherwise you may not enjoy doing this for a longer time.

Step #3 : Signup with youtube, create pages and upload your videos.
                                      

Step #4 : Concentrate on making your pages popular. Write some articles about the concept and how interesting and useful your videos are pertaining to that particular subject.

Step #5 : Apply for the youtube partner program. If your pages are driving good traffic you may be invited to the program. Or you can use google adsense to display ads. The youtube partner program is basically a revenue sharing program. It works on pay per click concept. The more number of visitors you get, the more are the chances of getting ad clicks and the more money you make. There is no registration fee for this, so you can give a shot.

                                If you don't have an existing google adsense, you can apply it for free here - Apply for Google Adsense for Free

What are you waiting for? Grab a camera and Earn from Youtube. All the Best !!
Thank you
** Wanna Know About Forex ? Click Hear

***** Every day we update our blog with more information. Just keep in Touch and visit our blog frequently . Thank you  

Please post your opinions and help us in improving the knowledge being shared  
                                                                                                                                                                         Go Home

Earn Online With Out Invest

Join Sitetalk :-  Sing Up Now

                    
Join Clixsense :- 100 % Guarantee its paid :) Its Free Sign Up Now 
                                       

Wanna Know About Forex ? CLICK HEAR

***** Every day we update our blog with more information. Just keep in Touch and visit our blog frequently . Thank you

Please post your opinions and help us in improving the knowledge being shared   

                                                                                                                                                                                                                                                              Go Home